আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষক সমাবেশ ও সমলয়ে চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশীবাড়ী গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কৃষক সমাবেশে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে খামারবাড়ী ঢাকার সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, খামারবাড়ী গোপালগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দ কুমার রায়, ভাসমান বেডে সবজি চাষ প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সদানন্দ গাঙ্গুলী, কৃষক মহিউদ্দিন খন্দকার বক্তব্য রাখেন।
২১.১২.২২
Devoloped By WOOHOSTBD