মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ ১৭ নভেম্বর নান্দাইল শহীদ দিবস। যথাযোগ্য মর্যাদায় নান্দাইলবাসী এ দিবসটি পালন করে। ১৯৭১ সালের ১৭ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা নান্দাইল থানাকে মুক্ত করার লক্ষে পাকবাহিনীর সহযোগী রাজাকার বাহিনী র বিরুদ্ধে দীর্ঘ সাড়ে চার ঘন্টা যুদ্ধ করে পিছু হটতে বাধ্য হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা শামসুল হক সম্মুখ যুদ্ধে নিহত হন। রাজাকাররা থানা আওয়ামী লীগের সভাপতি শাহ নেওয়াজ ভূইয়া, মিয়া চাঁন ও ছুবেদ আলীকে গুলি করে হত্যা করে। স্বাধীনতার পর থেকে এদিনটি কে নান্দাইলবাসী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। নান্দাইল শহীদ দিবস উপলক্ষে নান্দাইল সামাজিক উদ্যোগ (নাসাউ) সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন এবং মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পণ করবে।
ছবি-সংযুক্ত
মো: শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
১৬-১১-২০২৩ইং
০১৭১৫৮১৯৭০৯
Devoloped By WOOHOSTBD