–শাহানাজ পারভীন শিউলি
সামাজিক পেক্ষাপটে রাজনৈতিক অবস্থা এমন ভাবে দাঁড়িয়েছে যে নির্বাচনে প্রতিপক্ষ থাকতেই পারে কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন মতামত ও রেয়েছে। গ্রহন যোগ্য নেতার জন্য যা থাকার দরকার সেদিকে খেয়াল নেই কিন্তু একজনের বিরুদ্ধে দাঁড় করতে হবে এটাই পরিলক্ষিত হচ্ছে বর্তমানে। দেখা গেল চারটি দল আছে যেমন সবুজ, লাল,গোলাপি ও বেগুনি। সবুজের মধ্যে যোগ্য প্রার্থী না থাকলেও দাঁড় করিয়ে দিচ্ছে শুধু খেলায় অংশ নেওয়ার জন্য। সবুজের লিডার করিম, সদস্য রহিম। রহিমকে সবুজের মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছে। তেমনি ভাবে বেগুনির লিডার জাকির সদস্য রাকিব। দেখা গেল রাকিবকে দাঁড় করিয়ে দিচ্ছে। অবশেষে, দেখা গেল বেগুনির মধ্যে লড়াই আবারও লাল,গোলাপি দূর্বল পাটি তারা দেবে গেছে । অবশেষে সবুজ (রহিম)আর বেগুনি (রাকিব) লড়াই চলছে। দেখা গেল সবুজ (রহিম) জিতে গেল প্রতিপক্ষ বেগুনি (রাকিব) হেরে গেল।
সবুজ তার ক্ষমতা ও ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেল। কিন্তু এবার আবারও গোপনীয় প্রতিবেদন প্রকাশ করছে সবুজের লিডার বেগুনির সাথে। লিডার চুপ হয়ে থাকবে আর সদস্য বড় পদ নিয়ে সমাজের কাছে জনপ্রিয়তা লাভ করবে এটা সহ্য করার মতন মন-মানসিকতা হারিয়ে যায়। তখনই নিজের পায়ে তারা নিজেই কুড়াল মারছে। এই ভাবে প্রত্যকে দলের নেতারা হিংসায় জর্জরিত হয়ে নিজেদের দলগুলো ধ্বংসে ধাবিত হচ্ছে। প্রকৃত অর্থে কেউ দলকে ভালোবাসে না। ভালোবাসে তার নিজের স্বার্থ আর নিজের স্বপ্ন গুলো বাস্তবায়ন করতে।আবারও দেখা যায় কেউ নির্বাচন করে জেতার জন্য কেউ নির্বাচন করে অর্থ হাঁচিল করার জন্য।
এটাও তার নিজ স্বার্থ ও স্বপ্ন গুলো বাস্তবায়ন করতে। প্রত্যেক দলের মধ্যে নিজ নিজ সংগ্রাম করতে থাকে। কেউ কাউকে বুঝতে চাইনা। সবাই সবার বিরুদ্ধে লড়াই করতে থাকে। সেজন্য প্রত্যেক দলের মধ্যে ফাটল সৃষ্টি এবং ধ্বংসে পরিনত হচ্ছে। সবাই সবার দলকে ভালোবাসুন এক হন। দেশও জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ভাবে পরিচালনা করতে সাহায্য করুন। সঠিকও যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে সাহায্য করুন।ক্ষমতা হলো দুদিনের আর জনপ্রিয় হলো সারাজীবনের। জনপ্রিয়তা তখনই হয় যে সব সময় সাধারণ জনগণের পাশে থাকে দিনে রাতে।
Devoloped By WOOHOSTBD