মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ নান্দাইল উপজেলার বাশহাটী বাজার হইতে আঠারবাড়ী পাকা রাস্তার সংযোগস্হল মাটির রাস্তাটি পাকা করুনে উদ্বোধনের প্রাক্কালে এক সভায়,ইউনিয়ন আওয়ামী লীগে নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিরের সঞ্চালনায়,বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটুু,৪নং চন্ডীপাশা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম ভুইঁয়া,উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইলের দুইবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন,আমি দুবারের সংসদ সদস্য হিসেবে দশটি বছর আপনাদের উন্নয়নের কথা ভেবে, বিভিন্ন উন্নয়ন উন্নয়নমূলক কাজ করে গেছি।যেসব মন্ত্রণালয়ে কাজের জন্য আমার পিএস গেলেই হতো,কাজটি দ্রুত সময় হওয়ার জন্য আমি নিজেই গিয়াছি, চৌরাস্তা থেকে কেন্দুয়া হাইওয়ে রোডের কি বেহাল অবস্থা ছিল। আমি জাতীয় সংসদে নয় মিনিট বেহাল দশা নিয়ে নিয়ে বক্তব্য রেখেছি।যেখানে মানুষ চলাফেরা করতে খুবই কষ্ট হতো,আমার কথা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুনে রাস্তাটি পূর্ণ সংস্কারের পাকা করার ব্যবস্থা করে,আজ আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। তার এক পাশে বাশহাটী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুতলা ভবন নির্মাণ আমি করেছি।আজ নান্দাইল উপজেলা যেদিকে তাকাই শুধু শেখ হাসিনার উন্নয়নের স্মৃতি ভেসে ওঠে।আমাকে যদি তৃতীয়বারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা,বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন,তাহলে নান্দাইলের কোথাও একটি কাঁচা মাটির রাস্তা থাকবে না।এবং নান্দাইল বাসীর কোন দুর্ভোগ পোহাতে হবে না।
ছবি সংগৃহিত।
মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল-ময়মনসিংহ
০১৭১৫-৮১৯৭০৯
Devoloped By WOOHOSTBD