নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কুব্বাত এর বাড়ির সামনে তার সুযোগ্য ২ সন্তান শরিফুজ্জামান নবাব এবং তারিকুজ্জামান তারিক এর উদ্যোগে তাদের ব্যক্তিগত কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত। আজ শোকাবহ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে তাদেরনপক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। দিবসের প্রাক্কালে সকাল ৮.৩০ টায় তাদের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এই সময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা আওয়ামী নেতা শরিফুজ্জামান নবাব, তারিকুজ্জামান তারিকসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।
Devoloped By WOOHOSTBD