কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গতকাল রবিবার দুপুর ৩ টার সময় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে আলামিন কতৃক সুমন আলী নামে এক কিশোর (১৫) কে পূর্ব শত্রুতার জের ধরে রড, শাপোল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার সকালে রাজশাহীর একটি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় সুমন আলীর মৃত্যু হয়।
পরে লাশ ভেড়ামারা থানায় নিয়ে আসলে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
Devoloped By WOOHOSTBD