কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুনের পক্ষে আড়ীয়া ইউনিয়নের নেতা কর্মীদের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় উপজেলার বড়গাংদিয়া কলেজ মাঠে আয়োজিত কর্মী সভায় আড়িয়া ইউনিয়নের পরিষদের সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফিরোজ আল মামুন।
আর উপস্থিত ছিলেন, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, আড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক এমদাদ হোসেন, সাবেক ইউপি সদস্য জয়নাল হোসেন, সাবেক ইউপি সদস্য হোসেন আলী,বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী,বীর মুক্তিযোদ্ধা শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার দক্ষিণ অঞ্চলের একমাত্র প্রার্থী ফিরোজ আল মামুনকে কেটলি মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় ফিরোজ আল মামুন বলেন, আমি ৩ বারের ইউনিয়ন চেয়ারম্যান, এক বার উপজেলা চেয়ারম্যান ছিলাম। আপনার দেখেছেন আমার শাসন আমল। আমি কোন দূর্নীতি করিনাই। আমি ছাড়া আমার কোন আত্মীয় স্বজন কোন দিন পরিষদে যায়নাই।তাই আমি যদি যোগ্য হই তাহলে আমাকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
Devoloped By WOOHOSTBD