কুষ্টিয়ার দৌলতপুরে নাসির উদ্দীন মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারের মধ্যে বুধবার(১০ এপ্রিল) সকাল ১০ টায় ভাগজোত গ্রামে প্রয়াত কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য প্রয়াত নাসির উদ্দীন মাস্টারের বাসভবনে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি বি এম নিয়ামুল কবীর চঞ্চল, মহল শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন ( মন্টু)সহ স্থানীয় গণ্যমান্যবর্গ উপস্থিত ছিলেন। ঈদ উপহারের মধ্যে ছিল শাড়ী, লুঙ্গি, সেমাই, চিনি ইত্যাদি। মানবিক সমাজ গঠনে এই উদ্যোগ চলমান থাকবে বলে জানান ফাউন্ডেশনের সভাপতি বি এম নিয়ামুল কবীর চঞ্চল।