মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে সামাজিক নিরাপত্তা সুরক্ষার আওয়তায় সুবিধাভোগীদের সাথে মতিবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) জাহাঙ্গীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে রায়পাশা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে খাদ্যবান্ধব কর্মসূচী, ভিজিডি, টিসিবি সহ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্ব ভাতা প্রাপ্ত ৮ হাজার ৪১৭ জন সুবিধাভোগীদের সাথে এ বিশাল মতবিনিময় সভার আয়োজন করা হয়। জাহাঙ্গীপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল আসনের দুইবারের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এছাড়া শিক্ষক মাহফুজুল ইসলাম মিলন ও আব্দুর রাজ্জাক রাজীবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, বীরমুক্তিযোদ্ধা জমির উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, জাহাঙ্গীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হাসান হুমায়ূন মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওয়ানিছ, মাওলানা মোশারফ হোসেন, ভাতাভোগী আব্দুস সাত্তার ও রাহিমা খাতুন প্রমুখ। এসময় সামাজিক নিরাপত্তা সুরক্ষার আওতায় সুবিধাভোগী সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন তুহিন তাঁর বক্তব্যে বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামাত ক্ষমতায় এলে সাধারন মানুষের সামাজিক নিরাপত্তা সুরক্ষার সকল সুবিধা ও সবধরনের ভাতা বন্ধ করে দিবে। উন্নয়ন বাধাগ্রস্থ হবে, দেশের লাল-সবুজের পতাকা বদলে যাবে। তাই তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানান।
ছবি-সংযুক্ত
মো: শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
১১-১১-২০২৩ইং
০১৭১৫৮১৯৭০৯
Devoloped By WOOHOSTBD