নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে দুই হাজার নয়শ’ ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি এবার প্রণোদনা পাচ্ছেন।গতকাল ১৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চাষি সমাবেশে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের এমপি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ সমাবেশে সভাপতিত্ব করেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ। উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র বাবু ঘোষ ও অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মালেক, উপসহকারি কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ সমাবেশে অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা জানান, এবার এই উপজেলায় ২০২৩-‘২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মওসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখি, চিনা বাদাম, শীতকালিন পিঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদানের জন্য কৃষি কর্মসূচির আওতায় বিনামূল্যে ৪৫০ জন গম চাষির প্রত্যেকের মধ্যে এক বিঘা জমিতে আবাদের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৪২০ জন ভুট্টা চাষির প্রত্যেকের মধ্যে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, এক হাজার ৪৪০ জন সরিষা চাষির প্রত্যেকের মধ্যে ১ কেজি বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৫০ জন সূর্যমুখি চাষির প্রত্যেকের মধ্যে ১ কেজি বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২০ জন চিনা বাদাম চাষির প্রত্যেকের মধ্যে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৭৫ জন পিঁয়াজ চাষির প্রত্যেকের মধ্যে ১ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৩০ জন মুগ চাষির প্রত্যেকের মধ্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ১৮০ জন মসুর চাষির প্রত্যেকের মধ্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ২৮০ জন খেসারি চাষির প্রত্যেকের মধ্যে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে। সমাবেশে বক্তব্য দানকালে এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেন, বর্তমান কৃষক বান্ধব সরকার চাষিদের জন্য সারাবছর প্রণোদনা দিয়ে যাচ্ছেন। এলাকার রাস্তাঘাট পাকাকরণ করা হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, নানাবিধ ভাতা দেয়া হচ্ছে। বিএনপি আমলে চালের দাম বাড়ায় মানুষ না খেয়ে থেকেছে। মানুষ তখন শ্লোগান দিয়েছে, ভোট দিবনা ধানের শীষ, চালের দাম উনিশ বিশ। এখন চালের দাম ৬০ টাকা। কিন্তু কোন মানুষ না খেয়ে নেই। আগে শ্রমিকের দাম ছিল ১০ থেকে ১২ টাকা। ফলে মানুষ চাল কিনতে পারেনি। এখন একজন শ্রমিক পায় দিনে এক হাজার টাকা। ফলে এখন আর কেউ খুদের ভাত খায়না, মোটা চালও খায়না। ভিজিএফ, ভিজিডির চাল বিক্রি করে দিয়ে চিকন চাল কিনে খায়। তিনি উপস্থিত শ্রোতাদের প্রশ্ন করেন আর কি কি করলে আওয়ামী লীগকে ভোট দিবেন। তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান। উপস্থিত সকলেই দুই হাত তুলে নৌকায় ভোট দিবেন বলে জানান দেন।
Devoloped By WOOHOSTBD