কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এহতেশাম বুলবুল( সুমন দেওয়ান) এর সভাপতিত্বে ও নাইমুর শান্তর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ডক্টর সেলিম তোহা, উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ মামুন।
আর উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি টিপু নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমান, মথুরাপুর ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার কবির মিন্টু, তাঁতি লীগের সভাপতি সজীব দেওয়ান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ।
প্রধান অতিথি আ ক ম সরওয়ার জাহান বাদশা’র হাতে ফুলেল শুভেচছা মাধ্যমে নবীনরা বরণ হয়। এ সময় তিনি বলেন, এই বিদ্যালয় থেকে অনেক গুনি মানুষ শিক্ষা গ্রহন করে দেশ পরিচালনার কাজে অংশ গ্রহন করেছে। আমার পিতা এই খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, আমাদের সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ এই বিদ্যালয়ের ছাত্র। এই বিদ্যালয়ের সম্মান আগামীতেও তরুন ছেলে মেয়েদের মানে সম্মানিত হবে।
Devoloped By WOOHOSTBD