কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পুরাতন আমদহ গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে রনি ও তার দুই সহযোগী আমদহ জর্য়াদ্দার পাড়া গ্রামের ফারুক ও জান্নান কে ২৫ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে পুলিশ।
এ বিষয় এলাকাবাসী বলেন, মঙ্গলবার বার রাত অনুমানিক ১১.৩০টার পরে বিদুৎ না থাকায় অন্ধকারে নিজ নিজ বাড়ির সামনে বসে ছিলাম। হঠাৎ মোটরসাইকেল কেউ পালাচ্ছে এমন শব্দ শুনা গেলো। সাথে সাথে অনেক কয়জন পুলিশ আসলো এবং স্বরুপুর মোড় এলাকার সবদুলের বাড়ির পিছনে জঙ্গল থেকে একটি স্কুল ব্যাগসহ একজনকে আটক করে। সেখানে আমাদের উপস্থিতে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, দৌলতপুর থানা পুলিশের একটি অভিযানিক টিম এস আই সেলিম রেজার নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস আই সাব্বির, কং জামিরুল ইসলাম, সাকিল থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে উপজেলার স্বরুপপুর এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের প্রেক্ষিতে জানতে পারেন।
একটি মোটরসাইকেল যোগে ৩ জন লোক ফেনসিডিল নিয়ে স্বরুপপুর মোড়ের দিকে আসিতেছে।
এই সংবাদের প্রেক্ষিতে অভিযানিক দল টি সবদুলের বাড়ির সামনে অবস্থান করে। মোটরসাইকেল টি সেখানে আসলে থামার জন্য সংকেত দিতেই মোটরসাইকেলের পেছন থেকে একজন লোক কাঁধে স্কুল ব্যাগ সহ দৌড়ে পালানোর সময় তাকে আটক করে। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই জন ব্যক্তিকেও পুলিশ আটক করে । এ সময় এলাবাসীর উপস্থিতিতে ব্যাগ তল্লাশী কালে ব্যাগের মধ্যে ২৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
তারা স্বীকার করেন তারা এই মাদকদব্য ফেনসিডিল নিয়ে ধর্মদহ গ্রাম থেকে আসতেছিল। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
তাদের তিন জনের নামে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।
Devoloped By WOOHOSTBD