দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে, উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় উপজেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয় আল্লাহর দর্গা পার্টি অফিস চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হুদার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন পেয়ার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আতাউল গনি, যুব সংহতির সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক নূরুন নবীন, ওলামা পার্টির আহ্বায়ক জিয়াউল হক, ছাত্র সমাজের সভাপতি শাহজাদা, আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মরিচা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাবুল হোসেন, হোগলবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম পান্না , চিলমারীর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জহুরুল ইসলাম, সহ ১৪ ইউনিয়নের নেতা কর্মী।
এ সময় শাহরিয়ার জামিল জুয়েল বলেন, ২০২৩ সাল একটি গুরুত্বপূর্ণ সাল জাতীর জন্য ঠিক তেমনি নির্বাচনে ২০২৩ একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশ ও জাতীর কল্যানের জন্য এবং সার বিশ্বে বাংলাদেশের ভাব মূর্তি অক্ষন্নু রাখার জন্য সব দলের অংশগ্রহণ মূলক একটি নির্বাচন উপহার দিতে হবে। এই লক্ষে জাতীয় পার্টি অগ্রগনি ভূমিকা পালন করে যাচ্ছে। তারি ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলা জাতীয় পার্টি কে পূর্বে চেয়ে শক্তি শালী ও ঐক্যের ভিত্তিতে একটি শক্তিশালী সংগঠন দৌলতপুর উপজেলা জাতীয় পার্টি কে উপহার দিতে হবে। তাহলেই আমরা সরকার পরিচালনার অংশ হিসাবে দৌলতপুর নেতৃত্ব দিতে পারবো। আগামী নির্বাচনে আস্থা রাখুন লাঙ্গলে।
Devoloped By WOOHOSTBD