কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর মাদিয়া গ্রামের কামরুল ইসলাম এর সরিকানা জমির ভাগ না দিয়ে অন্যের কাছে লিজ দেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কামরুল ইসলাম বলেন, মাদিয়া ইস্কুলের পিছিয়ে আমার পিতার একটি রয়েছে। সেই জমির আমি ও ভাগ পাই প্রায় ১০ কাঠা পরিমানে কিন্তু আমার ভাই হামিদুল ইসলাম জমির ভাগ না দিয়ে ইট ভাটা করেছে। এমন কি সেই ভাটা তোফায়েল নামে এক ব্যক্তির কাছে লিজ দিয়েছে। লিজের টাকা চাইতে গেলে আমি সহ আমার ছেলে রাজুকে খুনজখমের হুমকি দেয়। এই বিষয়ে সঠিক বিচার চাই আমি। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে এলাকাবাসী, জুয়েল রানা,রফিকুল ইসলান, রাজু আহমেদ বলেন, আমরা চিনি এবং জানি এই জমি কামরুল ইসলাম এর, তার ভাই জোর করে অন্যের কাছে লিজ দিয়ে রেখেছে ৷
এ বিষয়ে বর্তমান ভাটা মালিক তোফায়েল হোসেন বলেন, আমি এই ইট ভাটাটি হামিদুল ইসলাম এর কাছে থেকে লিজ নিয়ে পরিচালনা করছি। আমি ও জানি এই জমির মাঝে কামরুল ইসলাম এর অংশ আছে তবে সেটা তাদের বিষয়।
এ বিষয়ে হামিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি ব্যস্ততা দেখান এবং গণমাধ্যমের সাথে কথা বলতে চান না।
Devoloped By WOOHOSTBD