• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক হালচাল পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাইফুল ইসলাম মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যাবসায়ীকে জরিমানা ফ্রান্সে নানা আয়োজনে উদ্বোধন হলো বাংলা ম্যারেজ ব্যারো তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত রাজনগরে মোটরসাইকেল পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ কুষ্টিয়া সরকারি কলেজ ফাংশনের চরমমান অন্বেষণ: তত্ত্ব এবং প্রয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট এনজিও সংস্থা আশার উদ্যোগে ৪ শতাধিক শীতবস্ত্র হস্তান্তর তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে অভিযান পরিচালনা করে ২টি নৌকাসহ নিষিদ্ধ কোনাজাল আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ৬ জন ব্যক্তিকে আটক চট্টগ্রামে  প্রতিবেশ সুরক্ষা, জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প বাদ দিয়ে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের প্রসারে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট গঠিত” দৌলতপুর সমিতি কুষ্টিয়ার সভা অনুষ্ঠিত 

তাহিরপুর সীমান্তে ভারতে কয়লা আনতে গিয়ে দুই বাংলাদেশী যুবকের মৃত্যু: তবুও থেমে নেই কয়লা চোরাচালান

Muntu Rahman / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

আমির হোসেন

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে চোরাই পথে কয়লা আনতে গিয়ে ফের দুই বাংলাদেশী যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগেও একই সীমান্তে গত ১৪ মার্চ কয়লা আনতে গিয়ে আরও এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গত(১৮ মার্চ সোমবার) সন্ধ্যার দিকে টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক স্কুল এন্ড কলেজ এর পিছনের কবরস্থান এলাকা সংলগ্ন ভারত সীমান্তের কয়লার কোয়ারির ভেতর। নিহত দুজন হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা নয়াপাড়া গ্রাামের সাহাব উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (২৪) ও রমজান আলীর ছেলে মুখলেস মিয়া(২৩)। তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে চোরাই কয়লা আনতে গিয়ে যেন থামছেইনা বাংলাদেশীদের মৃত্যুর মিছিল। তবুও থেমে নেই সীমান্ত দিয়ে কয়লা চোরাচালান। চোরাই কয়লা আনতে গত পাঁচ দিনের ব্যবধানে তিন বাংলাদেশী যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী উদাসীনতার কারণেই এইসব দূর্ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসীন্দারা ক্ষোভে ফেটে পড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে একটি কয়লা শ্রমিকের গ্রুপ টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকার ভারত সীমান্তে বাংলাদেশীর করা চোরাই কয়লার কোয়ারির ভেতরে প্রবেশ করে। কোয়ারীর ভিতর থেকে কয়লার বস্তা নিয়ে আসার সময় উপর থেকে হঠাৎ করে মাটি চাপা পড়ে নিহত দুই যুবকের উপর। পরে খবর পেয়ে রাত ৯টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন। তবে পৃথক এ দুই ঘটনায় টেকেরঘাট বিজিবির ক্যাম্প কমান্ডার কোনো মন্তব্য করতে রাজি হননি। এলাকাবাসী জানান, স্থানীয় একটি প্রভাবশালী কয়লা চোরাকারবারি সিন্ডিকেট চক্রের সদস্যরা সীমান্তের হতদরিদ্র পরিবারের যুবকদের অতি লাভের প্ররোচনা দিয়ে উদ্বুদ্ধ করে। পরে চোরাকারবারিদের প্ররোচনায় পড়ে সীমান্তের হতদরিদ্র পরিবারের যুবকরা চোরাই পথ ব্যবহার করে ভারতে গিয়ে চোরাই কয়লা কোয়ারী থেকে কয়লা আনতে কোয়ারীতে প্রবেশ করে। পরে ভারত সীমান্তে করা বাংলাদেশীদের ওইসব চোরাই কয়লার কোয়ারী থেকে কয়লা নিয়ে আসার সময় কখনো কোয়ারীর মাটি ও পাথর চাঁপায় এ-সব দূর্ঘটনার শিকার হচ্ছে বাংলাদেশীরা। প্রতিনিয়ত এসব দূর্ঘটনায় বাংলাদেশী হতদরিদ্র শ্রমিকদের মৃত্যুর মিছিল বাড়লেও সীমান্তে চোরাচালান রোধে এপর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ চোখে পাড়েনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD