মোঃ বাদশা মিয়া, লালমনিরহাট থেকে-
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মেধাবী শিক্ষার্থী কেশব চন্দ্র রায় তাপস ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রথম স্থান অর্জন করে। এতে এলাকাবাসী থেকে শুরু করে সকলেই খুবই খুশি হলেও হতাশায় রয়েছেন তাঁর বাবা অনিল চন্দ্র রায়।
কেশব চন্দ্র রায় তাপস এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের “এ ইউনিট”- এ ৩৫৩৫ এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৯৪৬ তম স্থান অর্জন করে। এতে বন্ধ-বান্ধব, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী খুশি হলেও হতাশায় রয়েছেন তিনি ও তার বৃদ্ধ বাবা অনিল চন্দ্র রায়। ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করলেও ভর্তি করানোর সামর্থ নেই দিন মজুর বাবার নিকট।
এমতাবস্থায় কেশব চন্দ্র রায় তাপসের বাবা ছেলের লেখাপড়া চালানো নিয়ে সংশয়ে রয়েছেন। কিভাবে ছেলেকে ভর্তি করাবেন আর কিভাবেই চালাবেন ছেলের লেখাপড়ার খরচ। তাই সমাজের সুশীল ও বৃত্তবান লোকদের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
আসুন সকলে মিলে মেধাবী শিক্ষার্থী কেশব চন্দ্র রায় তাপসের পাশে দাড়িয়ে তাঁর লেখাপড়া চালিয়ে যেতে সহোযোগীতা করি।
Devoloped By WOOHOSTBD