• সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ৪ টি নৌকাসহ গ্রেফতার-১ ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে জামায়াতের বিশাল জনসভা ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান! অর্থদন্ড ভেড়ামারা উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় রাতের অন্ধকারে নির্মাণ কৃত অবৈধ স্হাপনা উচ্ছেদ দৌলতপুরে আধিপত্য বিস্তারে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ বিএনপি নেতা, মন্টি সরকারের বিরুদ্ধে। ভেড়ামারায় ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও মানববন্ধন সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মত বিনিময় সভা সংষ্কার এর নামে অরাজকতা সৃষ্টি কারীদের কে আইনের আওতায় আনার জোর দাবী — ডাঃ কামরুল ইসলাম মনা গরিব দুঃখী ও মেহনতী মানুষের ভালোবাসার আরেক নাম ডক্টর: কামরুল ইসলাম মনা আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস — ডাঃ কামরুল ইসলাম মনা

ঢাকা ৯ আসনে শেষ দিনে সোনালী আঁশের রুবিনা আখতার রুবীর বিরামহীন গণসংযোগ

Muntu Rahman / ৭৭ Time View
Update : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার:

আনুষ্ঠানিক প্রচারের শেষদিন বৃহস্পতিবার বিরামহীন গণসংযোগ, ঘোড়ার গাড়ির শোডাউন করে অসংখ্য পথসভায় বক্তব্য রাখেন।, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন হতে তৃনমুল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী রুবিনা আক্তার। তিনি খিলগাঁও সবুজবাগ,মুগদা, মানিক নগর এলাকার, গোরান, চৌধুরী পাড়া, ত্রিমোহনী, নন্দী পাড়া, বাসাবো, দক্ষিন বনশ্রী, ভোর হতে মধ্য রাত পর্যন্ত ব্যাপক গণ সংযোগ, পথ সভা ও অনেকগুলো উঠোন বৈঠক করেন। উঠোন বৈঠক ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেন, আবদুর রহমান, এহতাসামুল হক রুবেল সিরাজুল হক, রত্না আখতার, হাসিনা বেগম, রোকসানা সুখী, আশা মনি প্রমূখ। তিনি এলাকা বাসীর নীরব ভোট বিপ্লবের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। গণসংযোগকালে এলাকার নারী ও তরুণ প্রজন্মের ভোটাররা সোনালী আঁশ প্রতীকের প্রতি ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন বলে তিনি গণমাধ্যমের কাছে তুলে ধরেন তিনি আরও বলেন বিগত কয়েক বছর ধরে নির্বাচনী এলাকার ব্যক্তিগত ভাবে ব্যাপক যোগাযোগ ও মতামত গ্রহণ করে ভোটারদের আশ্বাসের ভিত্তিতে তিনি প্রার্থী হয়েছেন বলে জানান। তিনি মনে করেন নির্বাচন বর্জন করে পৃথিবীতে কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠা নজির নেই। তিনি অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে বিস্ময় প্রকাশ করে বলেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছে। তিনি সংবিধান, গণতন্ত্র সুরক্ষা, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, বেকারত্ব মুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চান। সাধারণ মানুষ তাকে সব সময় কাছে পাবে প্রত্যয় ব্যাক্ত করে বলেন আমি তৃণমূল থেকে উঠে আসা একজন মানবাধিকার কর্মী,, আমি সাধারণ জনগণের পাশে থেকে মানুষের সেবা করে যেতে চাই। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বর্তমানে রেমিটেন্স যোদ্ধারা ও নারী শ্রমিকরা যথাযত ও প্রাপ্য সম্মান হতে বঞ্চিত হচ্ছে। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, মশক নিধন, যানজট ও জলাবদ্ধতা নিরসন সুশাসন,নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাঙ্খিত ভূমিকা রাখবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বরেণ্য নারী নেত্রী, শিক্ষাবিদ রুবি না আকতার রুবী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন সাধারণ জনগণ যদি ভোট দিতে পারে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, প্রশাসন নিরপেক্ষ থাকে ভোটারদেরকে ভয়-ভীতি প্রদর্শন করা না হয়, তাহলে নারী ভোটার, নতুন প্রজন্মের ভোটারসহ ৭০ ভাগ ভোটারের অধিকাংশই সোনালী আঁশ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করবে। ভোটারদের উচ্ছ্বাস তিনি ঢাকা ৯ আসনে সোনালী আঁশ প্রতীক এর পক্ষে নিরব ভোট বিপ্লবে বিজয়ী হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD