সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির পক্ষ থেকে প্রবাসী সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রধান সমন্বয়ক
মাহমুদুল হাসান তাহের”র সভাপতিত্বে ও তোফাজ্জল ইসলামের পরিচালনায়
সোমবার (২৯শে জানুয়ারি)বিকেলে সুপার সিক্সটি’র উপদেষ্টা,বিশিষ্ট ক্রীড়া সংগঠক,ইউকে প্রবাসী সাইফুল ইসলাম এবং সুপার সিক্সটি বহিঃবিশ্ব কমিটির সদস্য সাইফুল ইসলাম পলাশ বাংলাদেশ আগমন উপলক্ষে জামালগঞ্জ বাজারে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,
জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা তৌহিদ চৌধুরী প্রদীপ, আখলাকুল ইসলাম,জামালগঞ্জ সদর ইউনিয়ন টিম লিডার বায়জিদ আহমদ মারুফ,
উওর ইউনিয়ন টিম লিডার মোহাম্মদ নবী,
ভীমখালী টিমলিডার আব্দুুস সামাদ আফিন্দী নাহিদ, ফেনারবাক ইউপি টিমলিডার আঁবতাহিনুর খান উদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তাওহীদুল ইসলাম লিটন,নাজেল মিয়া, নয়ন মিয়া,আবুল হোসেন, খোকন মিয়া, সোহাগ নুর,আমির হামজা, আবু ইউসুফ নাঈম, তানভীর, সাইফুর রহমান, সাইফুল আলম,, রাহাদ আলম হৃদয়,সালমান,নজরুল,আব্দুর রহিম,আবু সালাম,আসমাউল হক,আমির হোসেন প্রবাল প্রমুখ।
Devoloped By WOOHOSTBD