“একটি আদর্শ সমাজ গঠনে আমরা দৃঢ় প্রত্যয়ী” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও বাজারে “সমাজ সুরক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে প্রাইমারি স্কুল ভিত্তিক দরিদ্র ১৪০ জন শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও ৬ জন প্রধান শিক্ষক কে সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও বাজারে এলাকার সমাজকর্মী ও সংগঠনের উপদেষ্টা প্রবাসী জাহাঙ্গীর হায়দারের অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: রেজাউল করিম কাপ্তান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো: ফারজেল হোসেন।
রেজাউল করিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আখতারুজ্জামান শাহ,
নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফ আলী, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো:মোজাহিদ হোসেন, জাল্লাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির বিন্দু তালুকদার, সংগঠনের সহ সাধারণ সম্পাদক
জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারন সম্পাদক সাইফুল সরকার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক নজির হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন ফজলে রাব্বি খান, আব্দুল মোচ্ছাব্বির তালুকদার, সমুজ আলী, হাবিব মিয়া,আব্দুর রহিম, আব্দুল মমিন সহ এলাকা বিভিন্ন শ্রেশী-পেশার লোকজন।
বক্তারা বলেন, সমাজ সুরক্ষা ফাউন্ডেশন এলাকায় বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে প্রশংসিত হচ্ছে। সমাজ সেবায় তাদের এই কাজ অনুকরণীয় হয়ে থাকবে।ভবিষ্যতে তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে আশা ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, সমাজের সকল বিত্তবানরা যদি এমন ভাবে দানে হাত বাড়িয়ে দিত তা হলে আমাদের সামাজিক বন্ধন আরো সুদৃঢ় হতো। তারা যার যার অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
Devoloped By WOOHOSTBD