আমি পথহারা এক পথের পথিক
নতুন পথের সন্ধানে দূর্বার বেগে ছুটি
অজানাকে জানতে নিজেকে হারিয়ে ফেলি
অতুল জ্ঞ্যান গর্ভে।
আমি ক্লান্তি বিহীন ছুটি
একা একা পথে হাটি
আর মন্দের থেকে উত্তম গুলো
খুঁজে বের করি।
এই মন্দের জগতে
আমিও এক বড়ই মন্দ প্রাণি
উত্তমটা খুব সামান্যই মিলাতে পারি
তবুও পরিধি বাড়াবার চেষ্টা করি।
আমি এক ভন্ড মিথ্যাবাদী
সত্য কথা খুব কমই ব্যবহার করি
আর কি’ঈ বা করতে পারি
আমি যে মিথ্যার রাজ্যে
এক অতি সামান্য প্রজা মাত্র।।
!!!! !!!! মহাপ্রাণ!!!! !!!!!
Devoloped By WOOHOSTBD