আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।
সোমবার (২১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি প্রতিবাদ মিছিল দলীয় কার্যালয় চত্ত্বর থেকে শুরু করে উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি নাদের আলি মিয়া, গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান,উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল,প্রচার সম্পাদক হান্নান শেখ, সদস্য এস এম ইস্রাফিল, ফরিদ আহমেদ শেখ, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দীপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সহ – সভাপতি মোঃ কামরুল ইসলাম শাহ, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া সহ প্রমূখ ।
Devoloped By WOOHOSTBD