ভেড়ামারা প্রতিনিধি ::
বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব হাসানুজ্জামান খসরু বাংলা একাডেমির আজীবন সদস্য মনোনীত হয়েছেন। এর আগে তিনি ২০১২ সাল থেকে দীর্ঘদিন বাংলা একাডেমির সাধারন সদস্য ছিলেন। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা, উল্লেখযোগ্য প্রকাশনার ভিত্তিতে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ তাকে জিবন সদস্যরুপে অন্তর্ভুক্ত করে।
তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামে ১৯৬৭ সালের ৩ জুলাই জন্মগ্রহণ করেন।তিনি আল্ হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি শিশু শিক্ষার মান উন্নয়নে গ্রাম পর্যায়ে কিন্ডারগার্টেন শিক্ষা বিস্তারের অগ্রদূত।তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪ টি। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ ভেড়ামারা উপজেলার ইতিহাস-ঐতিহ্য,অপ্রিয় সত্য, রেড সিগন্যাল, সেভ বাংলাদেশ, পড় এবং পড়েই জীবন গড়, তুমিও পারবে, মা ইত্যাদি।
Devoloped By WOOHOSTBD