পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের বর্তমান সহ চারবারের জনপ্রিয় ইউনিয়ন পরিষদ সদস্য সমাজসেবক শিক্ষানুরাগী হাবিলাসদ্বীপ গ্রামের সন্তান আমাদের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ব্যাচ) কার্যকরী পরিষদ সদস্য বাবু অরূপ কুমার বর্দ্ধন এর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ছাত্র পরিষদ ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি এসডিসি গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন,সিঃ সহ-সভাপতি অনির্বাণ চৌধুরী টুটুল , সহ-সভাপতি মোঃ জামশেদুল আলম,আলহাজ্ব মুহাম্মদ আবুল হাশেম, আহমদ কবির বাবুল, সাধারণ সম্পাদক সমাজসেবা কর্মকর্তা বাবু সত্যজিৎ মজুমদার মানু,যুগ্ন সম্পাদক এসএম দিদারুল হক জসিম, মোঃ মহিউদ্দীন, মনজুর আলী খানঁ, মোঃ ইলিয়াস খান,বিদর্শণ বড়ুয়া বাবন,রেজাউল করিম,নাজিম উদ্দীন খানঁ, সাংগঠনিক সম্পাদক ও প্রধান সমন্বয়কারী সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু,আশীষ কুমার পাশ,দিদারুল ইসলাম বাদল,মোঃ আইযুব খানঁ, মিলন বড়ুয়া,গৌরাঙ্গ দেব,সাংবাদিক রেজা মুহাম্মদ জামশেদ প্রমুখ।
নেতৃবৃন্দ তার আত্নার শান্তি কামনা কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য যে প্রয়াত অরূপ কুমার বর্দ্ধন আজ সকাল ১০ দিকে নিজ বাড়ী চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ গ্রামে স্টোক করে মৃত্যুবরণ করেন।
Devoloped By WOOHOSTBD