• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। জুলাই, আগস্ট /২৪ শহীদের রক্তেকে স্বরণে সোনারগাঁ জাদুঘরে আলোচনা ও দোয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ হাজার কোটি টাকার লোভ দেখিয়ে প্রতারণা, কোষ্ঠি পাথর ও ধাতব মুদ্রা পাচারের আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে অভিযোগ এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে বিএনপি থেকে বহিস্কৃত হওয়ার পরও রমিজ মাষ্ঠারের দলীয় কার্যক্রমে অংশগ্রহন থাকায়,ত্যাগীদের ক্ষোভ প্রকাশ সিরাজগঞ্জে বেলকুচিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাঁশখালী ভাদলিয়া ইসলাম প্রচার সংস্থার পক্ষ থেকে চিকিৎসার জন্য হাফেজ সৈয়দ ইসলাম কে নগদ ২৮,০০০ হাদিয়া দিয়েছে এনসিসি ফরিদপুর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা চান্না মন্ডল গ্রেফতার

সুনামগঞ্জের ৫টি আসনের ৭০০টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরনজাম পাঠানো শুরু

Muntu Rahman / ১৩৪ Time View
Update : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

আমির হোসেন, স্টাফ রিপোর্টার::

নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু,আইন শৃংখলা বাহিনীর ১১ হাজার সদস্য মোতায়েন
সুনামগঞ্জের ৫টি আসনের ৭০০টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। সবকেন্দ্রগুলোতে আইন শৃংখলা বাহিনীর মোট ১১ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। এই ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ২২ হাজার ১৬৯ জন। এরমধ্যে পূরুষ ভোটার ৯ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং নারী ভোটার ৯ লাখ ৪৭ হাজার ৭২৮ জন। এই মোট আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৭০০টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ১২৯টি। নির্বাচনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি,স্বতন্ত্র,তৃণমূল বিএনপি,বিএন এফ,গণফ্রন্ট,বাংলাদেশ সুপ্রিম পার্টি,ন্যাশনাল পিপলস পার্টিসহ বিভিন্নদলের মোট ২৭জন প্রার্থী প্রতিদ্বন্ধীতায় অংশ নিয়েছেন।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকতা মো. রাশেদ ইকবাল চৌধুরীর কার্যালয় থেকে জেলার ৫টি সংসদীয় আসনের মোট ৭০০টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। তবে ভোটের দিন ভোরে প্রতিটি কেন্দ্রে যাবে ব্যালট পেপার এমন তথ্য নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ্র দাস জানান, ভোটেরদিন প্রতিটি ভোটকেন্দ্রে আইন শৃংখলা কাজে নিয়োজিত পুলিশ,আনসার,র‌্যাব ও বিজিবির মোট ১১ হাজার সদস্য মোতায়েন থাকবে এবং তারা ইতিমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে পৌেৈছ গেছেন। এছাড়া ও সেনাবাহিনীর সদস্যরাও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে তাদের টহল থাকবে বলে জানা যায়। ভোটারদের উপস্থিতি বাড়াতে এবং ভোটারগণ যাতে করে নির্বিঘেœ ভোটকেন্দ্রে যেতে পারেন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো.রাশেদ ইকবাল চৌধুরী জানান আগামীকাল ৭ই জানুয়ারী জেলার ৮৮টি ইউনিয়নের ৭০০ ভোটকেন্দ্রে ইতিমধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাতে করে সকল ভোটারগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করবে বলে জানান। পাশাপাশি ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের দিন ভোটকেন্দ্রগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD