চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালত। দুই আইসক্রিম কারখানাকে ২ লাখ টাকা জরিমানাসহ বন্ধ করে দিয়েছে।
শনিবার(১১মে) দুপুরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বড়কুমিরা ও বাড়ককুণ্ড বাজার এলাকায় সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অনুমোদনহীন ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনে গোল্ডেন আইসক্রিম কারখানাকে ১ লক্ষ টাকা এবং বিসমিল্লাহ আইসবার কারখানাকে ১ লক্ষ টাকা মোট ২লক্ষ টাকা জরিমানা করা হয় এবং কারখানা দুইটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।একই সাথে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল দিয়ে নোংরা পরিবেশে প্রস্তুতকৃত আইসক্রিম গুলো জব্দ করে বিনষ্ট করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃকায়েমুল ও ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।
তাং-১১/০৫/২০২৪
Devoloped By WOOHOSTBD