“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগান কে ধারন করে সারা দেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল ১ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় দিবসটি উদযাপনে উপলক্ষে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদ চত্বর থেকে এক বণার্ঢ্য রেলী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।
রেলী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
এভিসিবি থ্রী’র উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন’র সাকিবুল হাসান রিফাত, শপথ বাক্য পাঠ করান সীতাকুণ্ড প্রেস ক্লাবের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক নাজিমুজ্জামান রাশেদ। বক্তব্য রাখেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা,সীতাকুন্ড এফ কমার্স ফোরামের ফরিদা তাসনিম মুক্তা ও তাসনুবা তাবাসসুম প্রমুখ।আলোচনা সভা শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ আত্মকর্মী, শ্রেষ্ঠ সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।
Devoloped By WOOHOSTBD