মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের বিএনপির কমিটি গঠণ নিয়ে সংঘর্ষ হয়।
বুধবার (১৮ জুন ২০২৫) বিকেলে লুন্দি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রধান অতিথি এড. জাফর আলি মিয়াকে পুলিশ উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
জানা যায়, স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় কমিটি গঠণ নিয়ে এই মতবিরোধ সৃষ্টি হয়। দলীয় পদ-বণ্টন নিয়ে তর্কাতর্কি এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পাল্টা ধাওয়ার । এতে আহত হয়েছেন কয়েকজন নেতা কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান নেতৃত্বে একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে প্রধান অতিথি জাফর আলি মিয়াকে নিরাপদে সরিয়ে নেয়।
রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমরা দ্রুত ব্যবস্থা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা প্রধান অতিথিকে পুলিশের হেফাজতে নিয়ে আসি।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, “আমরা একটি সুসংগঠিত কমিটি চাই, কিন্তু কিছু লোক দলে ভাঙ্গন সৃষ্টিকারীরা ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা করেছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
Devoloped By WOOHOSTBD