নার্গিস রুবিঃ
রাজউকের উচ্ছেদ অভিযানের সময় অঙ্গীকার নেয়ার পরও ভ্রাম্যমান আদালতের নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) মহাখালী ৩/১ জোনের আওতাধীন হোল্ডিং নং – ৪৭/৮/বি খতিব উদ্দিন রোড, বারুনটেক, বালুরঘাট বাজার, ক্যান্টনমেন্ট,ভবন মালিক- শহিদুল ইসলাম জাহিদ গং , এবং ভবন মালিক – শাজাহান মোল্লা ঠিকানা-খতিব,উদ্দিন রোড বালুরঘাট বাজার সিএসএস দাগ নং-২০১৩/৯২১৮,৯২৩৯।ভবন মালিক- খোরশেদ আলম, বাড়ি নং – ৪৭/৩ খতিবউদ্দিন রোড, বালুরঘাট বাজার ক্যান্টনমেন্ট। এই ভবন গুলো রাজউক থেকে ভবন নির্মাণের নকশা নিলেও রাজউকের নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করে, ভবনের সম্মুখ পশ্চাৎ এবং পার্শ্বে ব্যত্যয় (ডেভিয়েশন) করে নির্মাণ করার কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গত ২৮/২/২০২৩ ইং রাজউকের ভ্রাম্যমান আদালত বসিয়ে উচ্ছেদ অভিযান করে (রাজউক) । উচ্ছেদ অভিযানে ভবনের নকশা বহির্ভূত সামনের আংশিক অংশ ভেঙে ফলে ভবন মালিকদের কাছ থেকে জরিমানা নিয়ে বাকি ব্যত্যয়কৃত অংশ ৩০দিনের মধ্যে নিজ দায়িত্বে ভেঙে ( রাজউক)কে জানানোর অঙ্গীকার নেওয়া হয় নন জুডিশিয়াল স্টাম্পে।উচ্ছেদ পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু ৬ মাস অতিবাহিত হওয়ার পরও ভবনের সম্মুখে পশ্চাতে এবং পার্শ্বে যে ব্যত্যয়কৃত অংশ রয়েছে তা এখন পর্যন্ত অপসারণ করা হয়নি। ভবন মালিকরা অঙ্গীকার নামার শর্ত না মেনে রাজউক উচ্ছেদ অভিযানে যে আংশিক ব্যত্যয়কৃত অংশ ভেঙে দিয়েছে সেটি পূনরায় নির্মাণ করেছেন।এলাকাবাসী বলেন, রাষ্ট্রীয় টাকা খরচ করে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় কিন্তু সেই উচ্ছেদ অভিযান অমান্য করে ভবন মালিকরা পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করেন। রাজউকের কর্মকর্তারা ভবন মালিকদের কাছ থেকে লাভবান হয়ে আর কোনো ব্যবস্থা নেন না উচ্ছেদ অভিযানের অঙ্গীকার যদি ভবন মালিকরা নাই মানেন তাহলে রাষ্ট্রীয় টাকা অপচয় ছাড়া আর কি লাভ হচ্ছে রাষ্ট্রের। ।এ বিষয়ে ভবন মালিকদের একজন বলেন,রাজউকে আমাদের পরিচিত কর্মকর্তা আছে তাদের সাথে সুসম্পর্ক রেখেই কাজ করেছি।৬ মাস অতিবাহিত হলেও ভবন মালিক রাজউকের নির্দেশ না মেনে ভেঙে ফেলা অংশ পূর্ণ নির্মাণ করে বহাল তবিয়তে রয়েছে এসব অনিয়ম করার সাহস ভবন মালিকরা কিভাবে পায় এটা জনমনে প্রশ্ন। এ বিষয় ঐ এলাকার দায়িত্বরত ইমারত পরিদর্শক, জিল্লুর রহমানকে মুঠোফোনে ফোন দিলে তিনি প্রতিবেদকের কল রিসিভ করেননি।
Devoloped By WOOHOSTBD