নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো.নজরুল ইসলাম ।
বৃহস্পতিবার সকালে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মাহবুবুল কবির।
অভিভাবক প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান সভাপতি হিসেবে মো.নজরুল ইসলামের নাম প্রস্তাব করেন।অভিভাবক সদস্য মো.আইয়ুব আলীসহ সকল নির্বাচিত প্রতিনিধি,দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে মো.নজরুল ইসলামকে সভাপতি হিসেবে সমর্থন করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক ফকির,ইউপি চেয়ারম্যান নুরুন্নবী তালুকদার,সাবেক চেয়ারম্যান মো.আজগর আলী,মো.আব্দুল খালেক,মো.বিল্লাল হোসাইন, দাতা সদস্য মো.গোলাম মোস্তফা,অভিভাবক সদস্য জিয়াউর রহমান,মো.আইয়ুব আলী,জামাল হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছা.মমতা বেগম,সাধারণ শিক্ষক প্রতিনিধি প্রতিনিধি মো.তাজুল ইসলাম,মো.শাহজাহান মিয়া ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মোছাঃ নুরুন্নাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি মো.নজরুল ইসলাম বলেন,আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।মহিষখলা উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য।এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করি।
Devoloped By WOOHOSTBD