মধ্যনগরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত সরকারের পথসভা
Muntu Rahman
/ ১২৯
Time View
Update :
শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
Share
নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে সুনামগঞ্জ-১(ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ)আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত সরকারের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের টুকের বাজারে ৫ ও ৬ নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি এ পথসভার আয়োজন করেন।
পথসভায় শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট রনজিত সরকার।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার,কুতুবউদ্দিন তালুকদার,মধ্যনগর উপজেলা আওয়ামীলীগ নেতা মোফাক্কারুল হোসেন রুপক,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াসীফ ইরতীজা আলভী প্রমুখ।