আহসান হাবীব ঝলক –
কুষ্টিয়ার ভেড়ামারায় বাবুল ইসলাম এর নামে প্রতারণার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় যে, সেলিম রেজা নামে এক সৌদি প্রবাসী, বাবুল ইসলাম বাবলু পিতা মৃত গেদা সাং- ক্ষেমিরদিয়ার ভেড়ামারা কুষ্টিয়া সে তাকে তার এনজিও ব্যবসার সাথে ব্যবসা করার কথা বললে সেমিম রেজা বাবুল ইসলাম এর কথামতো ব্যবসা শুরু করেন। হটাৎ করে সেলিম রেজা আর্থিক সংকটে পড়ায় বাবুল ইসলাম এর নিকট তার টাকা ফেরত চাইলে তিনি নানা বাহানায় টাকা দিতে গড়িমসি করলে সেলিম রেজা মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দারস্থ হওয়ায় চেয়ারম্যান এর বিচার কেও বাবুল ইসলাম ল বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলে পরবর্তী তে সেলিম রেজা ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা মহোদয় মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ সহ বিবাদী বাবুল ইসলাম কে হাজির হওয়ার সময় দিলে এই ফাকে সুকৌশলে বাবুল ইসলাম উল্টো সেলিম রেজা কে দায়ী করে তাকে দাঙ্গাবাজ, টাকা আত্মসাৎকারীর অভিযোগে কুষ্টিয়ার বিজ্ঞ আদালতের আশ্রয় নেন। সেলিম রেজা আমাদের কে জানান তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজিরা দিবে না বলে উল্টো আমাকে টাকা দিবেনা বলে আমার নামেই মিথ্যা মামলা দায়ের করেছেন।
এলাকা বাসী সূত্রে জানা যায়, বাবুল ইসলাম এর এসবি ট্রেডার্স এনজিওর নাম ভাঙ্গিয়ে যে ব্যবসা করে আসছে তা সত্যি এনজিও কি না এবং নীতিমালা অনুযায়ী ব্যবসা করেন কিনা বিষয় টি খতিয়ে দেখার জন্য কারণ তার ব্যবসা নিয়ে নানা প্রতারণার সুখ্যাতি আছে। তার ব্যবসার বিষয় টি ও সঠিক কিনা তদন্ত সাপেক্ষে দেখার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
Devoloped By WOOHOSTBD