ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনাইটেড কমাশিয়াল ব্যাংক পিএলসি’র কৃষি উদ্যেক্তাদের সাথে ” ভরসার নতুন জানালা” মডেল উপজেলা গঠন সহায়িকা এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩
মতবিনিময় অনুষ্ঠান আজ বিকেল ইউসিবি ব্যাংক ভেড়ামারা শাখায় ৪ ঘটিকার সময় শাখা ব্যবস্হাপক সাইবুর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইদুল ইসলাম ( এফ এ ভি পি)
মতবিনিময় কালে বিভিন্ন খামারীদের নানাবিধ সমস্যা সহ আলোচনা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
প্রধান আলোচক সাইদুল ইসলাম বলেন, ভরসার নতুন জানালা মডেল উপজেলা গঠন সহায়িকা এগ্রো-সিএসআর প্রকল্প।
বাংলাদেশ সরকার রূপকল্প ২০৪১ অর্জন এবং দেশবাসীর জন্য নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সামগ্রিক কৃষিখাতে (ফসল, মৎস্য এবং প্রাণীজ) উৎপাদন বৃদ্ধির উপর সর্বোচ্চ তাদের মধ্যে অন্যতম। পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার জন্য সরকার অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং এই খাতের উদ্যোক্তাদের জীবনমান উন্নয়ন সাধন সরকারের অন্যতম আকাঙক্ষা।
উল্লিখিত প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তামূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।
রবি ঠাকুরের উক্তি দিয়ে শাখা ব্যবস্হাপক সাইবুর রহমান বলেন, টাকার অভাবে নয়, ভরসার অভাব। মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই “ভরসার নতুন জানালা” প্রকল্পের মাধ্যমে ইউসিবি বাংলাদেশের কৃষি ঋণ ও আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে সত্যিকার অর্থেই একটা নতুন জানালা খুলে দিতে চাই। ইউসিবি প্রথম প্রজন্মের একটি প্রতিশ্রুতিশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সরকারের সামগ্রিক কৃষি খাতের সহায়তা প্রদানে বদ্ধপরিকর।
প্রকল্পের লক্ষ্য-
খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ুসহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো।
উল্লিখিত লক্ষ্য বাস্তবায়নে সারাদেশ থেকে (প্রতি উপজেলা থেকে ২৫ জন, মোট ৫০০ উপজেলা) বাছাইকৃত মোট ১২,৫০০ জন প্রকৃত কৃষি ও খাদ্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান এবং ৬০টি (প্রতি উপজেলা থেকে ৬০ জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে তিনটি দল গঠন করে করে তাদের মাধ্যমে) ‘মডেল উপজেলা’ গড়ে তোলার জন্য একটি বিশেষ প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের উদ্দেশ্য-
সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার বৃহত্তর লক্ষ্য অর্জনে প্রস্তাবিত প্রকল্পটি টেকসই কৃষির প্রধান চারটি ক্ষেত্রে কাজ করবে:
১. কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সমন্বিত পরিষেবা সরবরাহ, সচেতনতা বৃদ্ধি, তথ্য প্রদান, প্রশিক্ষণ ও উপকরণ (বীজ, চারা, জৈব সার, ইত্যাদি) সহায়তা প্রদান;
২. দেশে তৈরি কৃষি যন্ত্রপাতি এবং প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণকে ত্বরান্বিত করা;
৩. জলবায়ুসহিষ্ণু ও গুণগত মানসম্পন্ন নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের উৎপাদনশীলতা, সংরক্ষণ ও সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে গবেষণা সহায়তা;
৪. ফসল-পরবর্তী ক্ষতি কমাতে এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের উন্নতির জন্য ডিজিটাল কৃষি সরবরাহ-চেইন প্রতিষ্ঠায় উৎসাহ ও সহায়তা প্রদান ইত্যাদি।
Devoloped By WOOHOSTBD