কুষ্টিয়ার ভেড়ামারা হাই স্কুল মাঠে আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আওয়ামী লীগের মনোনীত ট্রাক মার্কা প্রতীকের প্রার্থী কামারুল আরেফিন এর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
ভেড়ামারা ঢাকা কোচ স্ট্যান্ডে কামারুল আরেফিনের ট্রাক প্রতীকের পথসভা জনসভায় পরিণত
ভেড়ামারা প্রতিনিধি – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া -২ (,ভেড়ামারা -মিরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আজ বিকেলে ভেড়ামারা ঢাকা কোচ স্ট্যান্ডে কামারুল আরেফিনের ট্রাক প্রতীকের পথসভা জনসভায় পরিণত হয়। ট্রাক মার্কার প্রার্থী কামারুল কে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় লক্ষ করা যায়।
স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন বলেন, আমি ইঞ্জিনিয়ার হতে আসিনি, আমি জাতীয় নেতা হতে আসিনি, আমি এমপি হিসাবে নয় আপনাদের সেবক হয়ে কাজ করতে এসেছি।
ভেড়ামারার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও গণ জোয়ারের সৃষ্টি হয়েছে ট্রাক মার্কা প্রতিকের। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা বলেন, ভেড়ামারা হাইস্কুল মাঠে ট্রাক মার্কার জনসভা জনসমুদ্রে পরিণত হওয়ায় প্রমাণ করে মানুষ কামারুল আরেফিন কে ভালবেসে গ্রহণ করেছে এবং ১৫ বছরের জাতীয় নেতাকে প্রত্যাখান করেছে।
আওয়ামী লীগের ভেড়ামারা মিরপুর বাসীর অস্তিত্ব এবং শান্তি রক্ষায় দলমত নির্বিশেষে সকল কে ট্রাক মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু বলেন, জননেতা আলহাজ্ব কামারুল আরেফিনের ট্রাক প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগের জোয়ার সৃষ্টি করেছে, সেই জোয়ারে নৌকা তলিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এলাকায় উন্নয়ন শান্তি ও মানুষের কল্যাণের জন্য কামারুল আরেফিন এর মত একজন বলিষ্ঠ নেতাকে নির্বাচিত করেই ঘরে ফিরবেন কর্মী ও সমর্থকেরা।
Devoloped By WOOHOSTBD