ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভেড়ামারা আয়োজিত আজ বেলা ১১ ঘটিকার সময় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপি কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্ভোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্বে উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক,জাসদ কেন্দ্রীয় কমিটি। জনাব আবু হেনা মোস্তফা কামাল মুকুল প্যানেল চেয়ারম্যান-১,জেলা পরিষদ, কুষ্টিয়া। জনাব বুলবুল হাসান পিপুল,ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভেড়ামারা। জনাব ইন্দোনেশিয়া সিটু, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভেড়ামারা।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোঃ শায়খুল ইসলাম বলেন, দেশের বর্ধিত জনগোষ্ঠী খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কন্দাল ফসল এক গুরুত্বপূর্ণ শস্য। এটি আপদকালীন সবজি হিসেবেও সমাদৃত। যা অনাবাদি, অনুর্বর ও পতিত জমিতে চাষযোগ্য। এছাড়া পুষ্টিগুণ রয়েছে যথেষ্ট পরিমাণ। এসব বিষয়ের ওপর গুরুত্ব দিতে এর আবাদ সম্প্রসারিত হচ্ছে। ভালো ফলন এবং উচ্চমূল্যের কারণে কৃষকপর্যায়ে গ্রহণযোগ্যতা বাড়ছে বেশ।
Devoloped By WOOHOSTBD