আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চিরভাস্বর অবিস্মরণীয় দিন। মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন আজ। ১৯৭১ সালের এই দিনে তত্কালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। এই অনুষ্ঠানে ঘোষিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। জাতীয় নেতাদের এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন কল্পে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা অডিটোরিয়াম এ আজ সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিস্তারিত আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত লুৎফর রহমান, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, জাতির শ্রেষ্ঠ সন্তানগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ঐতিহাসিক মুজিবনগর দিবসের
আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন, ভেড়ামারা, কুষ্টিয়া।
অনুষ্ঠান টি পরিচালনা করেন আইসিটি কর্মকর্তা আলমগীর হোসেন
আলোচক বৃন্দগন ঐতিহাসিক মুজিবনগর সম্পর্কে তথ্য বহুল আলোচনা করেন এবং প্রতিকূলতার মধ্যে ও কিভাবে ভালো কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। স্মার্ট বাংলাদেশ গঠনে সকলে মিলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Devoloped By WOOHOSTBD