গতকাল প্যারিসের বাংলাদেশ দূতাবাসের হলরুমে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মাধ্যমে ফ্রান্সের তুলুজে নির্মিত শহীদ মিনার কেন্দ্রিক সৃষ্ঠ বিতর্ক বিষয়ে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে অবহিত করা হয়।
সভার শুরুতে কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ ইউনেস্কোর রিকশার স্বীকৃতি প্রাপ্তির কারণে মান্যবর রাষ্ট্রদূতের চেষ্টা ও শ্রমের প্রশংসা করেন এবং মান্যবর রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
এসময় কমিউনিটি নেতৃবৃন্দ সম্প্রতি নির্মিত দ্বিতীয় শহীদ মিনারের মালিকানা সমস্যা নিয়ে রাষ্ট্রদূতকে অবগত করেন এবং তারা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
শহীদ মিনারের মালিকানার দাবি করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি ফ্রান্সের মূল ধারায় ফরাসি কমিউনিটিতে বাংলাদেশিদের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করে এক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আহবান জানানো হয়।
রাষ্ট্রদূত কমিউনিটি নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এর সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দেন।
সভায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা ও মতবিনিময় হয়। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে প্রবীন নেতা সোহরাব মৃধা, মনজুরুল হাসান চৌধুরী সেলিম, সাত্তার আলী সুমন, দেলোয়ার হোসেন কয়েস, আবু তাহির, কৌশিক রাব্বানী, মোঃ লুৎফুর রহমান বাবু, মাসুদ মিয়া, সালাম হোসেন রহমান, মারুফ অমিত সহ অনেকেই।
Devoloped By WOOHOSTBD