স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা না করার দাবিতে সারা বিশ্বে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এ বিক্ষোভের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।সোমবার (৬ মে) দুপুর ১২টায় ভেড়ামারা সরকারি কলেজ থেকে র্যালি বের করা হয়।ভেড়ামারা সরকারি কলেজের ছাত্রলীগের নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মী জাতীয় ও ফিলিস্তিনের পতাকা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।র্যালিটি ভেড়ামারা সরকারি কলেজ প্রদক্ষিণ করে ও পরে সেখানে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করে।
ছাত্রলীগ নেতারা বলেন, দীর্ঘদিন ধরে গাজায় নির্মম নির্যাতন চলছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানায় ভেড়ামারা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Devoloped By WOOHOSTBD