মীর আব্দুর রাজ্জাক – বাংলাদেশ রেলওয়ে পুলিশ খুলানা রেলওয়ে জেলার এসপি মহদয়ের নির্দেশে পোড়াদহ জিআরপি থানার অধীনে নিয়মিত ট্রেনে ও ষ্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে চলেছে। তারই এক পর্যায়ে গত ২২ অক্টোবর সন্ধা ৭:১৫ ঘটিকার সময় দর্শনা হল্ট রেলওয়ে ষ্টেশনের উত্তর-পশ্চিম প্রান্ত হতে গোপন সংবাদের ভিত্তিতে ইনচার্জ দর্শনা হল্ট পুলিশ ফাঁড়ি একজনকে ৫ বোতল ভারতীয় মদসহ আটক করতে সক্ষম হয়। দর্শনা হল্ট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই (নি:) মো: আতাউর রহমানের নেতৃত্বে চৌকশ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পুরাতন বাজারের বাসিন্দার সুবোধ কুমার দাসের ছেলে সন্ময় কুমার দাস (৩২) কে আটক করতে সক্ষম হয়। আটককৃতের কাছে থাকা নীল রং এর ব্যাগে ৫টি ভারতীয় তৈরী কর্ক ইনট্যাক মাদক উদ্ধার করে। আকটকৃত ব্যক্তি ও মদসহ পোড়াদহ জিআরপি থানায় মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬(১) এর স্মরনী ১৪ এর (খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। যার কেচ নং ০৩ তারিখ ২৩/১০/২৩।
Devoloped By WOOHOSTBD