মোঃ ফারজুল ইসলাম
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে বিশ্ববিখ্যাত হুন্ডা কোম্পানির শো’রুম উদ্ভোধন করা হয়েছে । আজ ২১ জুন বুধবার বেলা একটার সময় চিফ মার্কেটিং কর্মকর্তা (সিএম ও) শাহ মোহাম্মদ আশিকুর রহমান ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ।এ সময় আশুরা মোটরস এর সত্বাধিকারী ও পীরগঞ্জ ব্যবসায়ী ফোরামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম ।এ সময় বক্তব্য রাখেন রিজিওনাল ম্যানেজার সেলস আমানুল আরিফ’রিজিওনাল ম্যানেজার সার্ভিস ফজলুল হক ‘এরিয়া ইনচার্জ সেলস আমিনুল ইসলাম এরিয়া ইনচার্জ কাস্টমার সার্ভিস ফয়সাল আলী’ পৌর কাউন্সিলর আলমগীর হোসেন ‘এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যবস্হাপক মধুমতি ব্যাংক ‘ ইসলামী ব্যাংক জনতা ব্যাংক ‘পূবালী ব্যাংক ‘ডাচ বাংলা ব্যাংক প্রমুখ ।মূখ্য আলোচক আশিকুর রহমান বলেন হুন্ডা কোম্পানির যে কোন প্রকার বাইক অনাকাঙিক্ষত দৃর্ঘটনা এড়াতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় ।এবং এর যন্ত্রাংশ সব অত্যাধুনিক এবং সুলভে পাওয়া যায় ।সভাপতির বক্তব্যে এনামুল হক বলেন হুন্ডা বাইক বিক্রয়ের সময় কোম্পানির বিধি মোতাবেক বিক্রয় ছাড়াও সর্বোচ্চ সেবা দিয়ে বাইক সার্ভিসিং করা হয়।সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মফিজুর রহমান বাবুল ও হুন্ডা প্রতিনিধি নাসিফ
Devoloped By WOOHOSTBD