আব্দুর রাজ্জাক – ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন জনস্বার্থে ও জনস্বাস্থ্যে একটি জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই আইনের সুফল মানুষ পাচ্ছে। এই আইনের সফল বাস্তবানের জন্য সর্বশ্রেণীর মানুষের সহযোগীতা একান্ত অপরিহার্য্য। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই স্বাস্থ্যকে সুরক্ষার জন্য প্রাথমিক ভাবে যারা দেখভাল করেন তিনারা হলেন পল্লি চিকিৎসক। গতকাল কুষ্টিয়া শহরে কুষ্টিয়া জেলা পল্লি চিকিৎসক কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত মাদার্স ফাষ্ট এইড মেডিক্যাল সার্ভিসেস লি: কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত পল্লি চিকিৎসকদের সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পল্লি চিকিৎসক মীর আবু আজম সিদ্দিকি‘র সঞ্চালনায় চিকিৎসক উৎপল কুমার সেনগুপ্ত‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রেনার ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ডাক্তার দেবাশীষ দেবনাথ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়েল ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মো: শরিফুল ইসলাম বিপ্লব ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি বলেন, আপনারা যারা গ্রাম্য পর্যায়ে থেকে মানুষের মধ্যে যে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছেন তা জনস্বার্থে দেশের জন্য খুবই গুরুত্ব বহন করে। সেই গুরুত্বপূর্ণ জায়গায় যদি নিজেকে আরো প্রশিক্ষিত অবস্থায় শাণিত করে উপস্থাপন করা যায় তাহলে তাতে মানুষ আরো উপকৃত হয়। মীর আব্দুর রাজ্জাক বলেন, প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভাল। তাই আমাদের রোগ যাতে না হয় সেইজন্য রোগ প্রতিরোধ নিয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। তামাক বা ধূমপান জনিত যে অসংক্রামক রোগ হয়, সে সর্ম্পকে ধূমপায়ী ও অধূমপায়ী উভয়কে সচেতন করতে হবে। পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে শিশু ও নারীদের রক্ষা করতে হবে। প্রতিটি পাবলিক প্লেস ধূমপানমুক্ত রাখা আপনার আমার সবার দায়িত্ব। পাবলিক প্লেসে নো-স্মোকিং সাইনেজ না লাগানো দন্ডনীয় অপরাধ। তাই আলোচনা শেষে সাফ‘র পক্ষ থেকে উপস্থিত শতাধিক পল্লি চিকিৎসককে বড় আকারের নো-স্মোকিং সাইনেজ সরবরাহ করা হয়।
Devoloped By WOOHOSTBD