শাহানাজ পারভীন শিউলি,
ভাষার মাস আবারও নতুন রবির স্লোগানে ৮-ই ফেব্রুয়ারী
ছোট্ট সংসার তবুও দরিদ্র ঘরে জন্ম নিল ছোট্ট ফুটফুটে একটি রাজপুত্র নাম তার” পরিবর্তন”
মা একজন নিম্ন পরিবারের মেয়ে বাবাও ছিল উচ্চ নিম্ন পরিবারের একজন সাধারণ ছেলে। নেশার কবলে জরাগ্রস্ত তরুণদের দেহ খানি খুবলে খাওয়া দানবের মতন মন-মানসিকতায় হয়েছে পরিবর্তন। সেখানে আরও একটি ছোট্ট প্রাণও জন্ম নিল তার নামও দেওয়া হলো” পরিবর্তন “। তিনটি শিশুর অন্ন বস্ত্র যোগাতে অসহায় মা তার দুধের স্বাদ ঘোলে মেটাতে দিয়ে দিলো অন্য মায়ের কোলে নাম যার “পরিবর্তন ” যেন জীবন হবে নতুন করে “পরিবর্তন “।
মায়ের আকুতি আর্তচিৎকারে দেহ খানি থরথর কম্পন করে সৃষ্টি। কেউ কাউকে বুঝতে চাইনি সুখ কাকে বলে!! অভাবের সংসার নাই অন্ন বস্ত্র নাই একটি ঘর। অন্যের ঘরে ছিল বসবাস। বারবার শতবার মায়ের আকুতির দীর্ঘ নিঃশ্বাসে বয়েছিল খুবলে খাওয়া দানব গুলো যে দানব নেশায় জরাগ্রস্ত হয়েছে “পরিবর্তন “। মা বারবার শতবার বলছে ছোট শিশুর কানে কানে, বাছা ওরে আমার রাজপুত্র আমার কথা শোন যাবি অন্য মায়ের কোলে হয়তোবা আমায় যাবি ভুলে। তুই আমার কলিজার টুকরো তুই সাতরাজার ধন তুই করবি সারাবিশ্বে আলোর আলোড়ন তুই করবি সকল নেশা জরাগ্রস্ত খুবলে খাওয়া দানবকে” পরিবর্তন “। তুই এই অসহায় মায়ের স্বামী কারও সন্তানকে নেশায় জরাগ্রস্ত থেকে করবি পরিবর্তন।
বাছা কথা দে,,
আমি মা একমাত্র বুঝি সন্তানের সঠিক ভবিষ্যৎ
দিতে পারবোনা অন্ন বস্ত্র যোগাতে তাই তোকে দিলাম দুধের স্বাদ ঘোলে মেটাতে অন্য মায়ের কোলে। তুই পরিবর্তন, করবি জগৎ জুড়ে পরিবর্তন।
Devoloped By WOOHOSTBD