নির্বাচিত হলে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের চেষ্টা করব
————————————————————
সীতাকুন্ডে নির্বাচনী গণ সংযোগে নৌকা প্রতীকের প্রার্থী আল মামুন
এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম)।।চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় (চট্টগ্রাম-৪আসনে) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেন, , চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ড আমার সংসদীয় আসনের অর্ন্তগত। এ এলাকার উন্নয়নের মূল কাজ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবুও চেষ্টা করব সাধ্যের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার। আমার বাবা মরহুম আবুল কাসেম মাস্টার কাট্টলীবাসীর জন্য হাশেম-নাজের হাসপাতাল ও ৯নং ওয়ার্ডে স্বল্প আয়ের মানুষের জন্য বঙ্গবন্ধু স্কুল প্রতিষ্ঠা করেছেন।এটি একটি বৃহৎশিল্প ও জনবহুল এলাকা এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন খুবই জরুরী। আমি নির্বাচিত হলে এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের চেষ্টা করব।
১জানুয়ারি(সোমবার) উত্তর পাহাড়তলী ৯নং ওয়ার্ডে গণসংযোগ কালে জনতার উদ্দেশ্য দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তর পাহাড়তলী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সিটি কাউন্সিলর আলহাজ্ব জহুরুল আলম জসিম, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আবছার মিয়া, ইলিয়াছ খাঁন, আনোয়ার হোসেন, গফুর ভূঁইয়া, মোস্তফা কামাল বাচ্ছু, জুলফিকার আলী মাসুদ, জাহাঙ্গীর করিম নয়ন, মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম রসুল নিশান প্রমুখ।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুন্ড
চট্টগ্রাম।