রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য মঙ্গলবার ০৭ মার্চ, ২০২৩ ইং তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন রামাইগাছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পূর্ব পার্শ্বের বড়হরিশপুর বাইপাস হতে রাজশাহীগামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্ট পরিচালনা কালীন যথাক্রমে, (ক) জব্দকৃত ট্রাকের পিছনে বডিতে প্লাটফর্মের উপর গার্মেন্টস ঝুটের ভিতর অভিনব কায়দায় দুই বস্তায় মাদকদ্রব্য গাঁজা মোট ৫০ কেজি, {মুল্য অনুমান- ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা}, (খ) হলুদ ও নীল রংয়ের ট্রাক- ০১ টি, (গ) ট্রাকের অর্ধেক পরিমান গার্মেন্টস ঝুট, (গ) মোবাইল- ০২ টি, (ঘ) সিমকার্ড- ০৩ টি, (ঙ) গাড়ীর বিভিন্ন কাগজপত্র উদ্ধার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ রফিকুল হাওলাদার (২৪) (ড্রাইভার), পিতা- মৃত রাজ্জব আলী হাওলাদার, মাতা-আলেয়া বেগম, সাং-পূর্ব ভান্ডারিয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর (এ/পি-সাংচাচরা (মধ্যপাড়া), থানা-কতোয়ালী, জেলা-যশোর), ২। মোঃ ইয়াছিন কবির নিরব (২০) হেলপার), পিতা- মোঃ আলমগীর হোসেন, মাতা-জেসমিন বেগম, সাং-কান্দি, থানা-চৌগাছা, জেলা- যশোরদ্বয়’কে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহণ করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (০৭ মার্চ ২০২৩ ইং) সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর কতৃক ই-মেইল যোগে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD