শনিবার সকাল ১০ টায় নওগাঁ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে প্রতি বছরের ন্যায় ৫ম তম নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে বিপুল পরিমাণ আগ্রহ উৎসাহ উদ্দীপনার সাথে অভিভাবকদের সরব উপস্থিতির মাধ্যমে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা খ.ম আব্দুর রাকিব, বগুড়া আজিজুল হক কলেজের পদার্থবিজ্ঞানের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর জাহাঙ্গীর আলম, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ রমজান আলী, এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি মোনায়েম হোসাইন, আল ফারুক স্কুলের প্রধান শিক্ষক আমিরুল মোমেনীন, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল, নওগাঁ এর সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুর রহিম, এডুকেশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদ, সহ-সভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ এস এম শাজাহান আলী, ফেরদৌস হোসেন, আব্দুর রহিম স্বজল, শহিদুজ্জামান, মোস্তাফিজুর রহমান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
Devoloped By WOOHOSTBD