নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় (Entrepreneur and E- commerce Platform( EP) এর উদ্দোক্তা মিট আপ অনুষ্ঠিত হয়েছে। শহরের রুবীর মোড় এ পঞ্চ ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্ট এ উক্ত মিটআপ অনুষ্টিত হয়। ইপির নওগাঁ জেলা প্রতিনিধি আয়েশা সিদ্দিকা হুমাইয়া এর সভাপতিত্তে উক্ত মিটআপ এ বিশেষ অথিতির বক্তব্য রাখেন বিসিক এর সম্প্রসারণ কর্মকতা – ওয়ায়েস করুনী। তিনি তার বক্তব্যে ইপি এডমিন মো: রনি রহমান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সর্বদা বিসিক সকল উদ্দোক্তাদের সাথে আছে এবং সবসময় থাকবে বলে অবহিত করেন। উক্ত মিট আপে ইপির মহাদেবপুর উপজেলা প্রতিনিধি মোঃ আল আমিন, সদস্য মো: মজনু, হিরন আহম্মেদ, মুক্তা সাহা,সাগর হোসাইন, রহমত আলী,রাব্বী, মিলন হোসেন জনি,ও আফরিদি ও প্রমূখ উপস্থিত ছিলেন
Devoloped By WOOHOSTBD