নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :
‘মৃৎ’ শব্দের অর্থ মৃত্তিকা বা মাটি আর ‘শিল্প’ মাটি দিয়ে তৈরি সুন্দর ও সৃষ্টিশীল বস্তুকে বোঝানো হয়েছে। এজন্য মাটি দিয়ে তৈরি সব শিল্পকর্মকেই মৃৎশিল্প বলা হয়। কুমারদের হাতের কারুকার্যে তৈরি পরিবেশ বান্ধব মাটির জিনিসের কদর ছিল গ্রাম বাংলার মানুষের কাছে।
আধুনিকতার ছোঁয়া ও সময় পরিবর্তনের সাথে সাথে বাজারে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম সামগ্রীর ভিড়ে প্রায় বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎ শিল্প।
দেশের বিভিন্ন স্থানের মত মান্দায় হারিয়ে যেতে বসেছে মৃৎ শিল্পী। বদলে যাচ্ছে কুমারপাড়ার দৃশ্য। এক সময় এশিল্পের কারিগরেরা ব্যাস্ত থাকতো দিন রাত। সময়ের পরিবর্তনে কুমারপাড়ার চাকা আজ আর তেমনটি ঘোরে না। মাটির পুতুল, হাঁড়ি-পাতিল, সরা, বাসন, কলসি, বদনার কদর প্রায়ই শূন্যের কোটায়।
একটা সময় এ শিল্পের মালামাল স্থানীয় এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তেও সরবরাহ করা হত।
এক কুমার জানান, আগের মত আর মাটির জিনিস পত্রের চাহিদা নাই ব্যবসা ও নাই দিন যাওয়ায় কষ্ট বাপ দাদার পেশা
তাই করতে হচ্ছে অন্য কাজ তো করতে পারিনা।
আরেক জন জানান, তাদের জিনিস পত্রের বেচাকিনা নাই আর্থিক ভাবে সমস্যা আছেন।আরো জানান, কাজ করে জীবিকার তাগিদে তবে তারা কোন সরকারি বা বেসরকারি সহযোগিতা পান না। সচতন মহলেন দাবি এ মৃৎ শিল্প ধরে রাখতে সহযোগিতার হাত বাড়াতে হবে।
Devoloped By WOOHOSTBD