আছানুল হক দৌলতপুর কুষ্টিয়া
কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে ২১০ পিচ ট্যাপেন্টাডল সহ ১১ জন মাদক ব্যবসায়ীকে আট করেছে থানা পুলিশ।
শনিবার ( ২১অক্টোবর) দুপুর অনুমানিক ১ টার সময় উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, দৌলতপুর থানার সাধারন ডায়েরী নং-১১৩১ তারিখ-২১/১০/২০২৩
খ্রিঃ মূলে সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময়ে বেলা- অনুমানিক ১ টার সময় দৌলতপুর তারাগুনিয়া থানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দৌলতপুর থানাধীন জয়রামপুর বাজারপাড়া গ্রামস্থ আবু বক্কর (৪০) এর বসত বাড়ির মধ্যে পরিত্যাক্ত টিনসেড ঘরের মধ্যে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এমত অবস্থায় এস আই সেলিম রেজা, এস আই সাব্বির হোসেন, এ এস আই আলা আমিন সহ সঙ্গীয় অফিসার নিয়ে অভিযান পরিচালনা করে ১১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন, আবু বক্কর (৪০), পিতা- মুসা মন্ডল, সাং-জয়রামপুর বাজারপাড়া, আমিরুল (৪০), পিতা-মৃত মহির উদ্দিন, সাং-বেগুনবাড়ীয়া, রায়হান @ হৃদয় (২১), পিতা- আলী আকবর, সাং-চকদিয়াড় রিফুজিপাড়া, বিদ্যুৎ (৩০),পিতা-মোঃ চান শেখ, ফরজ মন্ডল (৩৫), পিতা- মুসা মন্ডল উভয় সাং-জয়রামপুর বাজারপাড়া, আকাশ (২৫), পিতা- শফিক, কামরুল ইসলাম (৫২), পিতা-মৃত কাজিম উদ্দিন মল্লিক, উভয় সাং-তারাগুনিয়া বলফিল্ডপাড়া, নয়ন হোসেন (২৫), পিতা-ফরমান মন্ডল, সাং-কল্যানপুর গাইনপাড়া, শাহিনুর রহমান @ শাহিন
সরদার (২৮), পিতা-মৃত ইছারুদ্দিন, সাং-জয়রামপুর ভিতরপাড়া, রবিউল ইসলাম রবি (৫৫), পিতা-মৃত ফরমান মন্ডল,
সাং-হাকিমপুর বাজারের প্রাইমারী স্কুলের পাশে (ফুটানিবাজার), সর্ব থানা-দৌলতপুর, মিজান (৩৫), পিতা- আমিরুল ইসলাম, সাং-জুনিয়াদহ পাঠানপাড়া, থানা-ভেড়ামারা, সর্ব জেলা-কুষ্টিয়া।
তাদের নামে দৌলতপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD