দৌলতপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা আকিজ বিড়ি ফ্যাক্টরীর শ্রমিকরা সপ্তাহে ৬দিন কাজের দাবি আদায়ের জন্যে কাজ বন্ধ ও ধর্মঘট করেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তারা ফ্যাক্টরির সামনে অবস্থান করে কাজ বন্ধ রাখে। এ ঘটনায় ফ্যাক্টরির সকল কার্যক্রম বন্ধ করে দেয় তারা।
বিড়ি শ্রমিকদের শ্লোগানে উত্তাল হয়ে পড়ে ফ্যাক্টরী এলাকা। আন্দোলনরত শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে স্থানীয় দৌলতপুর থানা পুলিশ এসে তাদের দাবি পুরণের জন্য আশ্বাস্ত করলে শ্রমিকরা ২ ঘন্টা পর তারা শান্ত হয়।
পরে শ্রমিক নেতা, প্রশাসন এবং ফ্যাক্টরী কর্তৃপক্ষগণ মিলে এক ঘরোয়া বৈঠকের মাধ্যমে শ্রমিকদেরসব দাবি মেনে নেবেন বলে আশ্বস্ত করে এবং সপ্তাহে ৪ দিন কাজ হবে বলে। পরে আবারো মালিক পক্ষের সাথে বৈঠক করে সঠিক সিদ্ধান্ত নেবেন। এবং আগামী বুধবার যথা নিয়মে কাজ করার জন্য অনুরোধ জানায়। ফ্যাক্টরীর উৎপাদনের কাজ চালু হবে বলে জানান ফ্যাক্টরী কর্তৃপক্ষ।
এদিকে বিড়ি শ্রমিকরা জানান, মঙ্গলবার বৈঠক শেষে বুধবার ফ্যাক্টরী খোলা এবং তাদের দাবি যথাযথ পুরণ না হলে পুনরায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
Devoloped By WOOHOSTBD