কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে শেখপাড়া নিবাসী রেন্টু ইসলাম বাটুল পিতা মোঃ কামাল হোসেন গত ২১-০৬-২৩ তাং সন্ধ্যা সাত ঘটিকার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন। ময়না তদন্ত শেষে ২২-০৬-২৩ তাং বাদ আছর তার দাফন কার্য সম্পন্ন হয়েছে। দাফন কার্যের আগে খুনিদের বিচারের দাবিতে এলাকাবাসী একটি মানবন্ধন কর্মসূচি পালন করে। এলাকাবাসীর ভিতরে আতঙ্ক বিরাজ করছে। কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় সতর্ক অবস্থায় পুলিশ মোতায়েন রয়েছে। এলাকাবাসীর দাবি উক্ত গ্রামের মোঃ হাসিব মেম্বার পিতা মৃত জালাল উদ্দিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দীর্ঘ দিন ধরে একাধিক খুন সহ সন্ত্রাসী হামলা করে আতঙ্ক সৃষ্টি করে। একাধিক মামলার আসামি হয়েও হাসিব মেম্বার, পিতা মৃত জালাল,সহ মোস্তাক মিজান আনোয়ার পিতা মোঃ ফজর, বাচ্চু পিতা মুন্নাফ, কুরবান, পিতা এনামুল হামিদুল পিতা মৃত ইনতাদুল, মুসা পিতা মৃত আব্দুল। এদের নিয়ে একটি সন্ত্রাসী গ্যাং তৈরি করে এলাকায় চাঁদাবাজি খুন হামলার নৈরাজ্য সৃষ্টি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান হাসিব মেম্বার মোস্তাক আনোয়ার বার বার এ ধরনের অপরাধ করে ও কোন বিচার হয়না বলেই তারা আবার সন্ত্রাসী মূলক কার্যকলাপ চালায়। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতেই তাদের হত্যা করেন । বাটুল হাসিব মেম্বারের বিরুদ্ধে প্রতিদন্দি মেম্বার প্রার্থী হওয়ার তাকে খুন হতে হলো । এলাকাবাসীর দাবি বাটুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Devoloped By WOOHOSTBD