কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা অবস্থিত আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার থেকে ৭ই ফেব্রুয়ারি ২০২৪ ইং তাং রোজ বুধবার দুপুর আনুমানিক ১:৪০ মিনিটে মোঃ দিপু ইসলাম গ্রাম মহিষাডরা থানা ভেড়ামারা এর গত তিন দিন আগে সিজারিয়ানের ডেলিভারির মধ্যমে ভুমিষ্ট হওয়া বাচ্চা চুরি হয়েছে। এ ব্যাপারে চুরি হওয়া বাচ্চার নানি জানান এক জন বোরখা পড়া মহিলা তার কাছে হাসপাতালের কেবিনের ভিতরে এসে বলেন আমার স্বামী বিদেশে আমার কোন বাচ্চা নাই আপনার বাচ্চা টা একটু আমার কোলে দেন তিনি অন্ধ বিশ্বাসে অপরিচিত মহিলার কোলে বাচ্চা দিয়ে টিবওয়েলে খাবার পানি আনতে গেছে এসে দেখেন মহিলা বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। হারিয়ে যাওয়া বাচ্চার বাবা মোঃ দিপু ইসলাম হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করলে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জানান এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করে বোরখা পড়া মহিলা বাচ্চা চোর কে সনাক্ত করেন। এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, বোরখা পড়া মহিলা মুখ ঢাকা বাচ্চা নিয়ে গেছে হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিন্তু মুখোমন্ডল ঢাকা থাকায় তার চেহারা সনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যত দ্রুত সম্ভব বাচ্চা উদ্ধারের চেষ্টা করবো। এবং চু্রি হওয়া বাচ্চার পিতা মাতা কে সমবেদনা জানান। ও শান্ত থাকার আহ্বান জানান।
Devoloped By WOOHOSTBD